ধানমন্ডি-২৭ এ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণের অভিযোগ

অনলাইন ডেস্ক: রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর এলাকায় আকস্মিক মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগ স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঝটিকা মিছিল বের করে, যা কয়েক মিনিট স্থায়ী হয়।
মিছিল শেষ হওয়ার পর এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এতে ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। এই ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, আওয়ামী লীগের মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে আর পাওয়া যায়নি। তিনি উল্লেখ করেন, তারা সবসময় অল্প সময়ের জন্য মিছিল করে থাকে। ককটেল বিস্ফোরণের অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, “আমরাও শুনেছি, তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button