দ্বন্দ্ব ভুলে মাদকের বিরুদ্ধে একজোট মাদারীপুরের তিন গ্রাম, আয়োজন ব্যতিক্রমী ফল উৎসবে

আব্দুল্লাহ আল মামুন: দীর্ঘদিনের স্থানীয় কোন্দল ও আধিপত্যের লড়াই ভুলে সম্প্রীতির নজির স্থাপন করেছে মাদারীপুরের তিনটি গ্রামের মানুষ। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ার প্রত্যয়ে তারা একত্রিত হয়ে আয়োজন করেছে এক ব্যতিক্রমী ফল উৎসবের, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর মাতুব্বর কান্দি মাদরাসা মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে কিশোর, যুবক, বৃদ্ধসহ তিন গ্রামের শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায়, চরকালিকাপুর, মাতুব্বর কান্দি ও আশপাশের এলাকার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ বছর ধরে বিরোধ চলে আসছিল। এই সংঘাতের সুযোগ নিয়ে বহিরাগতরা এলাকায় মাদক ব্যবসা ও নারীদের উত্ত্যক্ত (ইভটিজিং) করার মতো অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। গ্রামের কিছু স্বার্থান্বেষী মহল এই দ্বন্দ্ব জিইয়ে রাখত বলে জানান বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা কুদ্দুস খাঁন, সজল খাঁন ও রাসেল মাদবর জানান, “আমাদের এক হওয়ার মূল লক্ষ্যই হলো সমাজকে মাদকমুক্ত করা। মাদকই আজ তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে এবং সমাজে খুন, ছিনতাই ও ইভটিজিংয়ের মতো অপরাধ বাড়াচ্ছে। আমরা সবাই মিলে এসব প্রতিহত করব।”
নিজেদের ভুল বুঝতে পেরে সম্প্রতি গ্রামগুলোর বাসিন্দারা বিবাদ মিটিয়ে ফেলেন। তাদের এই ঐক্যবদ্ধ যাত্রার প্রধান

এলাকাকে মাদকের অভিশাপ থেকে সম্পূণরুপে মুক্ত করা।
ইভটিজিং বা যেকোনো ধরনের নারী নির্যাতন কঠোরভাবে প্রতিরোধ করা।
সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের পাশে থেকে সার্বিক সহযোগিতা করা।
এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা।
আরেকজন আয়োজক স্বপন আহমেদ বলেন, “বহুদিন পর আমরা সবাই একত্রিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। মাদকের কারণে দেশে অগণিত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজে তৈরি হচ্ছে নানা অস্থিরতা। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আমাদের এলাকাকে মাদকমুক্ত করতে পারব।”

তিন গ্রামের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং ফল উৎসবের মতো সৃজনশীল আয়োজনটি সামাজিক অবক্ষয় রোধে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় প্রশাসন ও সুধী সমাজ।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button