জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এখন যে ঢল নামছে এটি কোন স্বাভাবিক বৃষ্টি বা প্রাকৃতিক দূর্যোগের পানি নয়, এটি হলো পাশ্ববর্তী দেশ ভারত বাঁধ কেটে পানি ছেড়ে দিয়েছে, সেই পানি। যার কারণে দেশের মানুষ ভুক্তভোগী। ভারত শত্রুতা করে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার-নির্যাতনে নেমেছে। আর এখন সুযোগ বুঝে শত্রুতা করে পানি ছেড়ে দিয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি। এরপর বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিএনপির এই যুগ্ম-মহাসচিব।
এ্যানি বলেন, বর্তমানে মানুষ যে অসহায়ত্বে রয়েছে তা আর কখনো দেখা যায়নি। তাই এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের কাজ হচ্ছে বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ছুটে যাওয়া। বন্যা দূর্গত এলাকার প্রত্যেক মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিবে বিএনপি। এছাড়া সরকারি ত্রাণ সামগ্রী যেন প্রত্যেক মানুষ পায় সেজন্য অন্তবর্তি সকারের কাছে অনুরোধ করেন এ্যানি।
এ্যানি আরও বলেন, দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে দেশ গড়ার জন্য। এখন ত্রাণ সহায়তা করে মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। মানুষ বাঁচলেই দেশ বাঁচবে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, হ্যাপি চৌধুরী, সদর উপজেলা
বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন, হারুন চেয়ারম্যান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম শ্যামল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।