দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ

রাকিবুল ইসলাম, দিনাজপুর: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে কোন ষড়যন্ত্রই রুখতে পারবে না। সুখে-দুঃখে দেশবাসীর পাশে থাকেন বলেই জনসাধারণ ব্যালটের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনেছে।

শনিবার (২০ জানুয়ারি) সকালে দিনাজপুর শহরের একাডেমী স্কুল মাঠে শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

পৌর আওয়ামী লীগের আয়োজনে ছয় শতাধিক শীতার্ত মানুষকে এসব উপহার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামীম বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জেমীসহ অনেকে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button