জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে তাড়াশে যৌথবাহিনী অভিযান চালিয়ে আদম আলীর স্ত্রী হাফিজা খাতুন (৪৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ১৭৫ গ্রাম গাঁজা তিনটি বিদেশি টাকা ও একটি শটগানের কারতুজক।সহ আটক করেছে যৌথবাহিনীরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার সময় তাড়াশে দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা মেজর মো তবিবুর রহমান এবং তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেনের নেতৃত্বে যৌথ অভিযানে তালম ইউনিয়নের জন্তিপুর গ্রামের আদম আলীর বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী স্ত্রী হাফিজা খাতুনকে আটক করা হয়।
আটকরে পর বাড়ি তল্লাশি করে ১৭৫ গ্রাম গাঁজা তিনটি বিদেশি টাকা ও একটি শটগানের কারতুজ পাওয়া যায় তার কাছে। পরে হাফিজা খাতুনকে গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো (ওসি) মো. আসলাম হোসেন বলেন, উপজেলার তালম ইউনিয়নের জন্তিপুর পশ্চিমপাড়া গ্রামে যৌথ অভিযান চালিয়ে ১৭৫ গ্রাম গাঁজা তিনটি বিদেশি টাকা ও একটি শটগানের কারতুজসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পরে ওই মাদক ব্যবসায়ী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাড়াশ থানায় মামলা রুজু করার পর। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় আটক আসামিকে সিরাজগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তাছাড়া পলাতক অপর আসামি তার ছেলে শাকিল হোসেনকে গ্রেপ্তারের জন্য যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।