ডাসার থেকে মীরচান হাওলাদার : ডাসার উপজেলা প্রেসক্লাবের সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করে-২০২৪-২৫ সালের কার্যনির্বাহী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে ডাসার প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দৈনিক অন্যধারা পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি সৈয়দ মোকাররম হোসেন (হেমায়েত) কে সভাপতি ও দৈনিক একুশের বাণী পত্রিকার ডাসার উপজেলা প্রতিনিধি সৈয়দ আজিম উদ্দিনকে সাধারন সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) ২০২৪ ইং তারিখ সকালে ডাসার পুরান থানার মোড় ডাসার প্রেসক্লাব কার্যালয়ে সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডাসার প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ডি বি সি টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি-মনির হোসেন বিলাশ, ডাসার উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশীদ,উপদেষ্টা দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখার সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপদেষ্টা মাদারীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মুপ্তি, উপদেষ্টা বাংলা টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি এস এম তানভীর, ডাসার উপজেলা রিপোর্টোর্স ইউনিটির সভাপতি ও ডাসার প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ হেমায়েত হোসেন খানসহ অনেকে।
এ সময় কমিটি ঘোষণা করেন ডাসার প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মনির হোসেন বিলাশ কমিটি ঘোষণা শেষে সভাপতি সাধারন সম্পাদকসহ সকল সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়।
এদিকে, নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা