ঠিকাদারদের  প্রোফাইলে   নির্ভুলভাবে সন্নিবেশন করণ কর্মশালা অনুষ্ঠিত 

কাজী নূর নবী নাইস ,জেলা প্রতিনিধি নওগাঁ : ১৬ জুলাই সকাল ১০ ঘটিকায় নওগাঁ সদর উপজেলা অডোটোরিয়ামে এলজিইডি নওগাঁ আয়োজিত জেলার  আওতায় নিবন্ধিত সকল ঠিকাদার বৃন্দদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা এলজিইডি আয়োজিত এই কর্মশলায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মোহাম্মদ জনাব শাহাদত হোসেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাজশাহী অঞ্চল রাজশাহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা সোনিয়া নওরিন নির্বাহী প্রকৌশলী প্রকিউরমেন্ট শাখা এলজিইডি সদর দপ্তর ঢাকা, সভাপতিত্ব করেন জনাব মোঃ তোফায়েল আহমেদ নির্বাহী প্রকৌশলী এলজিইডি নওগাঁ এবং কর্মশালা সঞ্চালনা করেন মোঃ সানোয়ার হোসেন উপজেলা প্রকৌশলী নওগাঁ সদর নওগাঁ।
আজকের এই কর্মশালয় এলজিইডি নওগাঁ আওতায় নিবন্ধিত সকল ঠিকাদারগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোঃ জনাব শাহাদাত হোসেন তত্ত্বাবধায়কন প্রকৌশলী রাজশাহী অঞ্চল, ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন সকল প্রকার কাজের সনদপত্র ঠিকাদারদের নিজস্ব প্রোফাইলে সঠিক এবং নির্ভুল ভাবে  সন্নিবেশন করন করে তাদের নিজেদের আইডিতে  অভিজ্ঞতা সহ প্রয়োজনীয় সকল সার্টিফিকেট আপলোড করা এবং ভবিষ্যতে ঠিকাদারদের এই প্রক্রিয়া মেনেই তারা সকল কার্যক্রম  করে থাকবে এবং তা ডিসেম্বর ২৪ সালের মধ্যে করতে হবে। পরে সে নতুন করে কোন সার্টিফিকেট আপলোড করতে পারবেনা। জেলা নির্বাহী প্রহৌশলী জনাব মোঃ তোফায়েল আহমেদ বলেন আপনারা ঠিকাদার গণ আপনাদের সকল কার্যক্রম কে একটি সিস্টেমের মধ্যে আনা হয়েছে যাতে ঠিকাদারা দ্রুততম সময়ে তাদের কাজ শেষ করতে পারে এবং হয়রানি কম হতে হয়।
পরে ঠিকাদারগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বিভিন্ন উপায় সমাধান ও নির্দেশনা দিয়ে থাকেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button