জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরকে লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষনের ঘটনা ঘটেছে। এসময় দুটি গুলি সরাসরি বন্দরে আঘাত করে। একটি গুলি মূল ভবনের কাঁচের গ্লাসে আঘাত করার ফলে গ্লাসটি ভেঙ্গে যায়, অপর গুলিটি বন্দরের অভ্যন্তরে থাকা একটি ট্রাকের সামনের গ্লাসে আঘাত করে।
বুধবার ১৮ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
এব্যাপারে টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার জসিম উদ্দিন জানান, হঠাৎ করে মিয়ানমারের দিক থেকে গোলাগুলির শব্দ শোনা যায় তারমধ্যে দুইটি গুলি এসে লাগে বন্দরে। একটি গুলি বন্দরের মূল ভবনের হিসাব কক্ষের কাঁচের গ্লাসে আঘাত করে অপর গুলিটি একটি ট্রাকের সামনের গ্লাসে লাগে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
এরপরও থেমে থেমে গুলির শব্দ ভেসে আসছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এঘটনায় স্থল বন্দর এলাকায় আতংক বিরাজ করছে বলে জানা গেছে।
2