টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর- হোয়াইক্যং ঢালার সড়কে ১০ জন কৃষক ও ডাঃ জহির অপহরণসহ ৮টি মামলার পলাতক আসামী ডাকাত মোরর্শেদকে ২টি দেশীয় তৈরী অস্ত্র ও বুলেটসহ আটক করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গত ১৯ মে রোববার বিকালে টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সামিউদ্দিনের নেতৃত্বে এসআই দস্তগীর হোসাইনসহ সর্ঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে বাহারছড়া ইউনিয়নের শীলখালী পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে অস্ত্র, ডাকাতি, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ ৮টি মামলার পলাতক আসামী স্থানীয় মৃত নুরুল কবিরের পুত্র ডাকাত মোর্শেদকে নিয়ে পাহাড়ে অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরী অস্ত্র ও ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
সে দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় পাহাড়ি ডাকাত দল গঠন করে নানা ধরনের অপতৎপরতা চালিয়ে পাহাড়ের পাদদেশে বসবাসরত মানুষের জীবন বিষিয়ে তুলেছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হোয়াইক্যং পাহাড় ও ঢালাপথ হতে তার নেতৃত্বে ১০ জন কৃষক ও ডাঃ জহির উদ্দিনকে অপহরণ করে তুমুল হৈ ছৈ ফেলে দেয়। অবশেষে পুলিশের হাতে আটক হওয়ায় ভূক্তভোগী সাধারণ মানুষ স্বস্তি ফেলে।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি জানান, অবৈধ অস্ত্র ও বুলেটসহ আটককৃত ডাকাত সর্দারকে জিজ্ঞাসাবাদ শেষে ২০ মে দুপুরের দিকে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে। তিনি আরও বলেন, টেকনাফ উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও জনজীবনে স্বস্তি ফেরাতে যেকোন ধরনের অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।