টিসিবির চাল কম দেওয়ার কারণ জানতে চাওয়ায় ডিলার কর্তৃক হামলার শিকার

বান্দরবান জেলা প্রতিনিধিঃ বান্দররবানের আলীকদম উপজেলায় টিসিবির চাল কম দেওয়ার প্রতিবাদ করায় দুলাল কান্তি দাশ (৫৫) নামের একজন কে মারধরের অভিযোগ উঠেছে টিসিবি ডিলার রুবেল বড়ুয়া ও ভাই রাসেল বড়ুয়া জনি চৌধুরী হাতে গত রবিবার রাত ১০টা দিকে উপজেলার কেন্দ্রীয় হরি মন্দির সড়কে বেধড়ক মারধরের শিকার হয়েছেন বলে জানান তিনি। এই ঘটনায় হামলাকারী তিন জনের বিরুদ্ধে গতকাল থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ সূত্রে জানা যায়,সরকারি ভাবে বরাদ্দকৃত টিসিবি পন্য সরবরাহের জন্য সদর ইউনিয়নের ডিলার রুবেল বড়ুয়া থেকে গত (২৫ মার্চ) আমি টিসিবি পন্য ক্রয় করি। টিসিবি’র পন্যের মধ্যে ০৫ কেজি সিদ্ধ চাল, ২ কেজি মশারী ডাল ও ২ লিটার সয়াবিন তেল থাকার কথা থাকলে ও আমার সন্দেহ হওয়ায়। আমি টিসিবি’র পন্য নিয়া দোকানে এসে পরিমাপ করে দেখি সরকারি ভাবে বরাদ্দকৃত চাল পরিমাণ মোতাবেক না দিয়ে ০৫ কেজির চালের মধ্যে চার কেজি চারশত গ্রাম সরবরাহ করে এবং প্রতি ব্যাগে ৬০০ গ্রাম করে চাল কম দেয়। গত রবিবার রাতে ঘটনাস্থলে ডিলার রাহুল বড়ুয়া কে দেখে চাল কম দেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে কিল, ঘুষি মেরে আমার মুখে,বুকে ও মাথায় রক্তাক্ত ও ফুলাজখম করে। একপর্যায়ে রাসেল বড়ুয়া ও জনি চৌধুরী কে ডাক দিয়ে ঘটনাস্থলে এনে গাছের লাঠি দিয়ে আমাকে বেধড়ক মারধর করে আমার পিঠে,দুই হাতের বাহুতে এবং ডান পায়ের গোড়ালীতে হাঁড় ভাঙ্গার মত করে জখম করেন। এসময় আমি ডাকচিৎকার করলে আমার আত্নচিৎকার শুনে পথচারী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে।দৌড়াইয়া এসে প্রাণপন বাধা দানের ফলে আমি কোন রকম প্রাণে রক্ষা পাই। পরে আহত অবস্থায় আলীকদম সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহন চলমান রয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ডিলার রুবেল বড়ুয়ার কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে সামান্য বাকবিতন্ডা হয়েছিল শুধু। এই ঘটনার বিষয়ে আলীকদম সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সন্তোষ কুমার দাশের কাছে জানতে চাইলে তিনি বলেন দুলাল কান্তি দাশ নামের একজন কে ডিলার রুবেল বড়ুয়া মারধর করার বিষয় শুনেছি কি কারণে ঘটনা বিস্তারিত আমার জানা নাই। আলীকদম খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় কর্মকতা মোহাম্মদ খোরশেদ আলম বলেন, টিসিবির পণ্য নিয়ে ঘটনার বিষয়টি আপনার কাছ থেকে শুনেছি ঘটনার সত্যতা যাচাই করে ডিলারের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button