শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইনের ভ্রাম্যমাণ অভিযানে নবম শ্রেণীর এক ছাত্রীকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করা হয়েছে।
৬ অক্টোবর (রবিবার)দুপুর ২টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলিমপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। ইউএনও তৎক্ষণাৎ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ের আয়োজন বন্ধ করেন এবং মেয়েটির মায়ের সাথে কথা বলে তার প্রকৃত বয়স যাচাই করেন। মেয়ের জন্ম নিবন্ধন অনুযায়ী তার বয়স ১৮ বছর পূর্ণ হয়নি।
মেয়েটি জানায়, সে পড়াশোনা চালিয়ে যেতে চায় এবং বিয়েতে তার মত নেই। ইউএনও তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং মায়ের প্রতি সতর্কতা প্রদান করেন, ভবিষ্যতে আইন লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো: হারুন সিকদার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন গণমাধ্যমকে বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।