
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ মোঃ রিপন (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে শহরের সিটি কলেজ পাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক মোঃ রিপন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুলচারা গ্রামের মোঃ মোজাম্মেল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের সিটি কলেজ পাড়ায় অভিযান চালায়। আটক রিপন ওই এলাকার জাহিদ জর্দারের বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। অভিযানের সময় তার বসত ঘরে তল্লাশি চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই মোঃ রোকনুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।