ঝাড়ু হাতে মিছিল নিয়ে বাউফল বিদুৎ অফিসে ভুক্তভোগী গ্রাহকরা

জহিরুল ইসলাম ,পটুয়াখালী: অতিরিক্ত বিল আদায়, লোডশেডিং ও লো ভোল্টেজ সহ বিভিন্ন অনিয়মের অতিষ্ঠ হয়ে পটুয়াখালীর বাউফলে পল্লী বিদুৎ অফিসে ঝাড়িসহ মিছিল নিয়ে এসেছেন গ্রাহকরা।

সোমবার (৮ জুলাই) বাউফল পল্লী বিদ্যুত অফিসের সামনে অর্ধশতাধিক গ্রাহক বিক্ষোভ কর্মসূচীতে অংশ নেয়।

ভুক্তভোগীরা জানায়, কয়েকমাস ধরে বাউফলে বিদ্যুতের লোডশেডিং ও লোভোল্টেজের কারণে গ্রাহকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। ঘন্টার পর ঘন্টা লোডশেডিং দিয়ে বন্ধ রাখা হয় বিদ্যুৎ সরবরাহ। আবার বিদ্যুত থাকলেও বৈদ্যুতিক পাখা ঘুরে না।

এ অবস্থায় মাস শেষে বিলের অংক দেখে মাথায় হাত পড়েছে গ্রাহকদের। মিটার রিডিংয়ের সঙ্গে বিদ্যুত ব্যবহারের ইউনিট যোগ বিয়োগে বিস্তার ফাঁড়াক দেখা যায়। মিটার রিডিং না দেখে বিদ্যুত বিল তৈরি করে গ্রাহকের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে।

মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামের শাহআলম তালুকদার, কালাইয়া ইউনিয়নের আসাদুল ইসলাম, দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের মনির রাড়িসহ একাধিক গ্রাহকরা গণমাধ্যমকে জানান, হয়রানী বন্ধের জন্য বিদ্যুত অফিসে গেলে কর্মকর্তা-কর্মচারীরা দুর্ব্যবহার করেন। কোনো সমাধান না দিয়ে জরিমানার ভয় দেখিয়ে মনগড়া বিল আদায় করেন। এ কারনে মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে। গ্রাহকদের হয়রানি বন্ধ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচী দেওয়া হবে বলেও ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

এ ব্যাপারে বাউফল পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মজিবুর রহমান চৌধুরি বলেন, যেসকল গ্রাহকের বিল নিয়ে অভিযোগ আছে সেগুলো আগামী মাসের সঙ্গে সমন্বয় করা হবে। আর লোডশেডিং লোভোল্টেজের  জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button