
স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং ২০২৪ সালের জুলাই গণজাগরণে অংশ নেওয়া শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পটুয়াখালীতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় পটুয়াখালী জেলা সিভিল সার্জনের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন, ২০২৪ সালের জুলাই গণজাগরণে সম্মুখসারির যোদ্ধা ইমতিয়াজ মিরাজ, তোফাজ্জল হোসেন, সালমান, রেফায়েত কবির খানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান শুধু একটি আন্দোলন ছিল না, ছিল একটি প্রজন্মের আত্মত্যাগ ও প্রত্যয়ের প্রতীক। শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। এই স্মৃতি ও আদর্শ নতুন প্রজন্মকে প্রেরণা জোগাবে।”
অনুষ্ঠান শেষে রক্তদানের মধ্য দিয়ে কর্মসূচির দ্বিতীয় অংশ শুরু হয়। রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া নিজেই। এ সময় তিনি বলেন, “স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ কাজ। এই রক্তদান কর্মসূচির মাধ্যমে আমরা স্মরণ করছি আমাদের আত্মত্যাগী শহীদদের।