
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের বহুল প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। জুলাই আন্দোলনের ১৫৮ জন সমন্বয়কের সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি— এমন অভিযোগ তুলে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
মঙ্গলবার (আজকের তারিখ) ভোররাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে হান্নান মাসউদ লেখেন, “জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি ১৫৮ জন সমন্বয়ক, সহ-সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি, হয়তো কতগুলা আসন বসাবে কিন্তু ১৫৮ জনের জন্যে জায়গা হবে না।”
আন্দোলনে শহীদদের পরিবারের প্রাপ্য সম্মান নিয়েও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি আরও লেখেন, “জানিনা এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কি না! যাদের সাহসিকতা আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকারের কাছে, বছর না পেরোতেই তারা মূল্যহীন।”
পোস্টের শেষে তিনি ব্যক্তিগতভাবে অনুষ্ঠান বর্জনের চূড়ান্ত ঘোষণা দিয়ে বলেন, “আমার সহযোদ্ধা, যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে— তারা এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে, আমি আব্দুল হান্নান মাসউদ ব্যক্তিগতভাবে আজকের জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি।”
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের ফসল হিসেবে গঠিত অন্তর্বর্তী সরকারের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে অন্যতম একজন সমন্বয়কের পক্ষ থেকে এমন ঘোষণা আন্দোলনকারীদের মধ্যে অসন্তোষের বিষয়টি সামনে নিয়ে এলো।