জুড়ীতে বিদুৎস্পৃষ্ট একই পরিবারের ৫ সদস্য মৃত্যু 

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী গ্রামে ভাঙ্গার পার এলাকায়। এ ঘটনায় ওই পরিবারের এক শিশু আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে বসতঘরের মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ পাঁচজনের মৃত্যু হয়। নিহতরা হলেন- ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া (১৫ ), সাবিনা (০৯) এবং একমাত্র ছেলে সায়েম (৭)।  এ ঘটনায় তাদের সবচেয়ে ছোট সন্তান আক্তার (১২) আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকুর রঞ্জন দাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, স্থানীয় ইউপি সদস্য এমদাদুল ইসলাম চৌধুরী মাসুম সহ অনেকেই।  উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং বলেন- যথাযথ আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ হস্তান্তর করা হয়েছে। প্রশাসনের উদ্যোগে ও খরচে তাদের লাশ দাফন-কাফন করা হচ্ছে। আহত শিশুর সম্পুর্ণ চিকিৎসার ব্যয়ভার জেলা প্রশাসন বহন করবে। অন্যান্য সকল সহযোগিতা দেওয়া হবে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button