জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় শেখ কামাল (৩২) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মারা গেছে।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ কামাল চিনাডুলি ইউনিয়নের পশ্চিম বলিয়াদহ এলাকার শেখ সুরুজের ছেলে বলেন জানা গেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , শেখ কামাল একজন মানসিক রোগে আক্রান্ত যুবক।
শনিবার দুপুরে ইসলামপুর পৌর এলাকার কাঁচারিপাড়া বাজার থেকে পায়ে হেটে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি ।
পথের মধ্যে ধর্মকুড়া সিসি- মাহমুদপুর সড়কের সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুর এলাকায় পৌঁছালে পিছনে দিক থেকে দ্রুতগামী একটি মাটি ভর্তি মাহিন্দ্র ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ঘটনার স্থলেই মারা যায় ওই যুবক ।
নিহতের বাবা সুরুজ শেখ বলেন, আমরা ছেলের বুদ্ধি একটু কম ছিল। কিন্তু পাগল ছিল না।
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনার স্থান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে । তিনি আরো বলেন, ওই যুবকের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়ে হবে।