জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী পড়ার আহবান জানালেন এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী পড়ার আহবান জানালেন এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী। রবিবার (১৭ই মার্চ) দুপুরে মহাদেবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনীর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইও পড়ার আহবান জানান। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খানের সঞ্চালনায় আলোচনা সভায় বঙ্গবন্ধুর আত্মজীবনী তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সাবেক সদর ইউপি চেয়ারম্যান মুহা: মাহবুবুর রহমান ধলু, প্রফেসর কবি মীর আব্দুর রাজ্জাক, সাংবাদিক বরুন মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মালেক, মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিত সাদমান ত্বকী প্রমুখ।

উল্লেখ্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এ সময় তার সুস্থ্যতা কামনা করা হয়। শেষে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button