জয়পুরহাট সদর থানা হতে লুট হওয়া  ১টি বিদেশি পিস্তল ম্যাগাজিন গুলি উদ্ধার

মোঃ তানজিদ হোসেন ,জয়পুরহাট প্রতিনিধি: আজ মঙ্গলবার রাতে ১০ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট পৌরসভাধীন তাতিপাড়া ,সিমেন্ট ফ্যাক্টরির মাঠের পূর্বদিকে গুলশান মোড়-দেবীপুর রেল গেইট রাস্তার পূর্ব পাশে ঝোপের নিকট পরিত্যাক্ত অবস্থায় কিছু অস্ত্র-গুলি পড়ে রয়েছে।
উক্ত সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর থানার ওসি, মোঃ হুমায়ন কবির, অফিসার ইনচার্জ,ও মোঃ কাওসার আলী, ডিআইও-১, জয়পুরহাট; এসআই মোঃ মাহবুবুর রহমান, ডিএসবি, জয়পুরহাটসহ থানার অফিসার-ফোর্স উপস্থিত হয়ে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা ১টি ৭.৬২দ্ধ২৫ মি.মি. পিস্তল-টি ৫৪ (চায়না), ০৮ (আট) রাউন্ড ৭.৬২ মি.মি চায়না পিস্তলের গুলি, ২৯ (উনত্রিশ) রাউন্ড ৯ মি.মি পিস্তলের গুলি, ১ টি ম্যাগাজিন ও ১টি অস্ত্রের কভার উদ্ধার করা হয় ।
উক্ত অস্ত্র-গুলি জয়পুরহাট থানার এসআই এর মাধ্যমে জব্দ তালিকা মূলে জব্দ করে জয়পুরহাট সদর থানায় নিয়ে আসা হয়।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button