জয়পুরহাট ট্রেনের ধাক্কায় ট্রাক দুর্ঘটনা

তানজীদ হোসেন জয়পুরহাট প্রতিনিধি:
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সদরের পুরানাপৈল রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। তবে ট্রাক ট্রেনের ধাক্কা  লাগার পর ওই ট্রাকের সামনের ইঞ্জিনের অংশ দুমড়েমুচড়ে গেছে। ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থলে কিছু সংখ্যক লোক জানান, পাঁচবিবির দিক থেকে আসা পানি কচুবোঝাই একটি ট্রাক জয়পুরহাটের দিকে যাচ্ছিল। পুরানাপৈল রেলগেট ক্রস করার সময় লাইনের ওপর উঠে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সেসময় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনও চলে আসে। পরে ট্রাকের ড্রাইভারসহ লোকজন লাফিয়ে জীবন বাঁচান। ট্রেনটি ট্রাকের ইঞ্জিনে ধাক্কা দিয়ে কিছু দূরে গিয়ে থেমে যায়।
পুরানাপৈল রেলগেট ম্যান ইমরান হোসেন বলেন, ট্রাকটি রেলক্রসিংয়ে এসে বন্ধ হয়ে যায়। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন চলে আসে। তখন রেলক্রসিংয়ের আইল্যান্ড অর্ধেক ফেলানো গেলেও বাকি অর্ধেক ফেলানো যায়নি। তারপর লাল পতাকা নিয়ে ১০০ গজ সামনে যাই। দ্রুতগতির ট্রেনটি ধীরগতিতে এসে ট্রাকে ধাক্কা লাগে। এতে ট্রাকের ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি।
জয়পুরহাট রেলওয়ে স্টেশনমাস্টার রেজাউল ইসলাম বলেন, পুরানাপৈল রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ট্রাকের সামনের অংশের ক্ষতি হয়েছে। কিন্তু হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর সেখানে ১০ থেকে ১৫ মিনিট সময় ট্রেনটি দাঁড়িয়েছিল। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে জয়পুরহাট স্টেশনে পৌঁছে এবং পাঁচ মিনিট বিরতি দিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button