জয়পুরহাটে ৫১ পিচ ট্যাপেন্টা ও ট্রান্সফরমার চোরসহ আটক ২

তানজীদ হোসেন,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা কর্তৃক ৫১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ট্রান্সফরমার চোরসহ ২ জনকে আটক হরেছে ক্ষেতলাল থানা পুলিশ।

শক্রবার (১৯  এপ্রিল) অভিযান চালিয়ে দুপর  ২ ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন ৪নং বড়াইল ইউপির অন্তর্গত দক্ষিণ হাটশহর পালপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আলিম এর পল্টি মুরগীর ফার্মের সামনে পাকা রস্তার উপর হইতে  ৫১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট  ও ১ জন ট্রান্সফরমার চোরকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা জয়পুরহাট ক্ষেতলালা থানা দক্ষিণ হাটশহর গ্রামের শ্রী  গিরেন পালের ছেলে শ্রী প্রদীপ পাল (৩১) ৫১ পিচট্যাপেন্টাডল ট্যাবলেট   ও  বেলাল উদ্দিন ট্রান্সফরমার চোর  গ্রেফতার করে।

 

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button