জয়পুরহাট প্রতিনিধি: বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৭ টা ৪৫ মিনিটে জয়পুরহাট-ধামুইরহাট আঞ্চলিক মহাসড়কের মঙ্গলবাড়ী এম এম ডিগ্রী কলেজের সামনে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসেন।
নিহত জুথী আক্তার (২২) জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের এমদাদুল হকের মেয়ে। তিনি ডিএমএসএস এনজিওর হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং আহত নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী মরিয়ম আক্তার (২০) ইছুয়া খাট্টা গ্রামের সোবহান আলীর মেয়ে।
স্থানীয় ও আহত-নিহতের পরিবার সূত্রে জানা গেছে,জুথী আক্তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে জয়পুরহাট পৌর শহরে তার অফিসের উদ্দেশ্য রওনা হন। এ সময় ব্যাটারিচালিত অটো ভ্যানে নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী মরিয়ম আক্তার তার মাকে সঙ্গে নিয়ে প্রথম দিনের ক্লাসের উদ্দেশ্যে যাওয়ার সময় পথে জুথী তার বান্ধবী হওয়ার সুবাদে মরিয়ম কে অটো ভ্যান থেকে তার নিজ মোটরসাইকেল উঠিয়ে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মঙ্গলবাড়ি কলেজ গেটের সামনে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ওই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই জুথীর মৃত্যু হয়।
এ সময় মরিয়ম গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার অবস্থার আশঙ্কা জনক হওয়ায় বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর হয়।
এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার অফিসার (ওসি) হুমায়ূন কবির জানান, দুর্ঘটনার সাথে সাথেই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।