তানজীদ হোসেন,জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ( ১৭ এপ্রিল) সকাল ১২ ঘটিকার সময় মাহমুদপুর ইউপির অন্তর্গত মামুদপুর চৈতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৪ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদকসহ গ্রেফতারকৃতরা হলেন ,মাহমুদপুর চৈতাপাড়া গ্রামের মোঃ রমজান আলীর ছেলে মোঃ রায়হান আলী (৩৪) ও রসুলপুর ধনতলা গ্রামের মোঃ জুলহাউস মৌলভীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪০), মামুদপুর ধনতলা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে মোঃ বেলাল উদ্দিন (৪৩)। গ্রেফতারকৃত আসামীদের মাদকসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।