জয়পুরহাটের গুচ্ছগ্রাম থেকে মাদকসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তানজীদ হোসেন,জয়পুরহাট  থেকে:  জয়পুরহাটের গুচ্ছগ্রাম থেকে মাদকসহ পাঁচজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।
সোমবার (২৯ এপ্রিল) রাতে জেলার সদর উপজেলার ভাদসা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা থেকে  ১৮ গ্রাম গাঁজা ও ৬ পিচ ট্যাপেন্টাডলসহ তাদের গ্রেপ্তার করেছে র‌্যাব-৫,সিপিসি-৩, জয়পুরহাট।
গ্রেপ্তার আসামীরা হলেন- লিটন মিয়া (৩২), মনসুর আলী (৩১) সাধন হোসেন (২৪), সাগর হোসেন (২৬), উজ্জল কর্মকার (৪৩), তারা সকলেই ভাদসা গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা।
র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানিয়েছেন।
র‌্যাব জানায়,লিটন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মনসুর , সাধন, সাগর ও উজ্জল এর মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।  গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার সদরের ভাদসা গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।  পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীদেরকে তল্লাশি করলে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১৮ গ্রাম গাঁজা ও ০৬ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button