ছাতক(সুনামগঞ্জ)প্রতিনিধি : ছাতকে জমিয়তী কাফেলার কাউন্সিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ যোহর ছাতক প্রেসক্লাব কার্যালয় (পৌরসভার শহরের রোকেয়া ম্যানশনস্থ) কাউন্সিল অধিবেশন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা শামছুল ইসলাম শায়খে ভূইগাঁও এর সভাপতিত্বে মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা আলী আহমদ ও মাওলানা গৌছ উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সেক্রেটারি, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, লেখক ও গবেষক শায়খুল হাদীস তৈয়্যাবুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দিন, জেলা শ্রমিক জমিয়তের আহবায়ক মাওলানা হাফেজ মাহমুদুল হাসান, সদস্য সচিব মাওলানা সাইদুজ্জামান আল হায়দার, জেলা যুব জমিয়তের সহসভাপতি মাওলানা হাফিজ ত্বােহা হুসাইন, জেলা যুব জমিয়তের সেক্রেটারি মাওলানা উবায়দুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা হেলাল আহমদ, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা হাফেজ সুহাইল আহমদ ইয়াহইয়া। এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে ছাতক উপজেলা জমিয়তী কাফেলার তিন বছর মেয়াদি একটি কমিটি ঘোষণা করেন জেলা নেতৃবৃন্দ।
নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন, ছাতক উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়েখ শামছুল ইসলাম, সেক্রেটারী মাওলানা হাফেজ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমদ, যুব জমিয়ত ছাতক উপজেলা দক্ষিনের সভাপতি মাওলানা গৌছ উদ্দিন, সেক্রেটারী মাওলানা ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আকমল হুসাইন, যুব জমিয়ত ছাতক উত্তর জোনের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ হেলাল, সেক্রেটারী মাওলানা হুসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুর রহমান, শ্রমিক জমিয়ত ছাতক উপজেলা সভাপতি মুফতি আশহাদুল হক, সেক্রেটারী মাওলানা হুমায়ূন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুজ্জামান, ছাত্র জমিয়ত ছাতক উপজেলা দক্ষিণ জোনের সভাপতি মাওলানা নেজামুল আলম, সেক্রেটারী হাফেজ শাহজামাল, সাংগঠনিক সম্পাদক মিজান আহমদ, ছাত্র জমিয়ত ছাতক উপজেলা উত্তর জোনের সভাপতি মাওলানা কামরুল ইসলাম, সেক্রেটারী হাফেজ ফররুখ রুহী, সাংগঠনিক সম্পাদক হুজায়ফা আহমদ