চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে আত- তাওহীদ একাডেমির বাৎসরিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শাহীন আকতার চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে আত- তাওহীদ একাডেমির বাৎসরিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্ণ হয়েছে। বুধবার ১৭ ডিসেম্বর সকাল ১০ টায় আত- তাওহীদ একাডেমির মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,দাখিল মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রহমান বিশ্বাস, প্রধান অতিথি ছিলেন পরিচালক ইয়াসিন আলী সালাফী কমপ্লেক্সে রাজশাহী শায়েখ ড.ইমামুদ্দিন বিন আব্দুল বাসির, বিশেষ অতিথি ছিলেন অবসর কর্মকর্তা কাস্টমস্ জনাব আব্দুল হন্নান বিশ্বাস, দাখিল মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক জনাব নৈইমুদ্দিন, ছিলেল দাখিল মাদ্রাসার সুপার আব্দুল খালেক, শিক্ষক আব্দুল বারী, সাংবাদিক শাহীন আকতার, মাঝারুল ইসলাম,দুরুল হোদা, মাওলানা আব্দুল জাব্বার,
আত- তাওহীদ একাডেমির সকল ছাত্র-ছাত্রী ও অবিভাবক বৃন্দ এবং সুধীজন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ইলেকট্রনিক্স ও পিন্ট মিডিয়ার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আত- তাওহীদ একাডেমির পরিচালক জনাব জহুরুল ইসলাম বিশ্বাস বলেন ২০২৪ সালে প্রথম আত্তাহিদা একাডেমী চালু করে নুরানী বিভাগ হেফজ বিভাগ ১ম এবং ২য় শ্রেণী বিভাগ পযন্ত সফলতার সাথে ২টি বছর পার করেছি এবং আপনারা এর প্রমাণ। আত- তাওহীদ একাডেমির পরিচালক ও অভিজ্ঞ শিক্ষক দারা পরিচালিত হয়ে থাকে। আগামী ২০২৬ সালের তৃতীয় বিভাগ পর্যন্ত উত্তীর্ণ করা হবে আপনাদের ছেলে মেয়ের দায়-দায়িত্ব সুন্দর ভাবে গড়ে তোলার দায়িত্ব আত তাওহীদ একাডেমীর। ছেলে আপনাদের মানুষ করে গড়ে তোলার দায়িত্ব আত তাওহীদ একাডেমীর। বাৎসরিক পরীক্ষায় ভালো ফলাফল করেছে তাদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন,এবং সকল মাঝে সকলের খাবার উপহার দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button