মিজান লিটনঃ চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণে বিরত থাকা জেলে পরিবারের মাঝে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে সদর উপজেলার,চান্দ্রা বাগাদী,বিষ্ণুপুর তরপুরচন্ডী ইউনিয়নের জেলেদের মাঝে এই চাল বিতরণ শুরু হয়েছে।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাগণ ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরিষদের সচিব স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিদের সাথে নিয়ে নেতৃবৃন্দরা উপস্থিত থেকে সুষ্ঠুভাবে চাল বিতরণের কার্যক্রম চালাচ্ছেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সরজমিনে গিয়ে দেখা যায়
সকাল থেকে বিকাল পর্যন্ত এ সমস্ত ইউনিয়ন পরিষদের সচিব গন ও ট্যাগ অফিসার স্থানীয় বিএনপি ও তাদের অঙ্গ সহযোগী সংঘটনে নেতাকর্মীদের উপস্থিতিতে এই চাল বিতরণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ সময় বিষ্ণুপুর ইউনিয়নের জেলে আব্দুল খালেক জানান, তিনি ২৫ কেজি করে চাল পেয়েছেন। সচিব শাহিন জানান আমরা সকলের সকলের উপস্থিত দিন সুষ্ঠু সুন্দরভাবে জেলেদের মাঝে চাল বিতরণ করছি। তরপুরচন্ডী ইউনিয়নের দায়িত্বরত ট্যাগ অফিসার চাঁদপুর সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা নুরজাহান বেগম জানান, এখানে নিয়ম মেনে ১০৭৮ জন জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন তরপুরচন্ডি ইউনিয়ন পরিষদের সচিব মনসুর আহমেদ,ইউনিয়ন বিএনপির নেতা এডভোকেট আলম খান মঞ্জু,সাবেক মেম্বার হারুন,শফিউদ্দিন বন্দুকসি।
ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি মারুফ সরদার প্রমুখ।
27