মিজান লিটন: ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, নির্বাচনে তাদেরকে অযোগ্য ঘোষণা করা, এবং ইসলামী সমাজ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবিতে
চাঁদপুর পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,
প্রেসিডিয়াম সদস্য,অধ্যাপক আশরাফ আলী আখন। তিনি বলেন ৫ ই আগস্ট ফেসিবাদি সরকারকে এদেশের ছাত্র জনতা যেভাবে দেশ থেকে বিতাড়িত করেছেন, আগামীতে যারা একই পথে এদেশকে পরিচালিত করতে চান তাদের অবস্থা ও একই হবে। বাংলাদেশের মানুষ সাদা কে সাদা, কালাকে কালা বলতে জানে, তারা কাউকে ছাড় দিতে জানে না। কালক্ষেপন হলেও এদেশের ছাত্র জনতা সকলেই সময় মত এক হয়ে প্রতিশোধ নিতে জানে।
শুক্রবার বিকালে চাঁদপুর পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর ও শহর শাখার আয়োজনে এ গণ সমাবেশে সদর শাখার সভাপতি মাওঃমোঃ বেলাল হোসাইনের সভাপতিত্বে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মাওলানা জয়নাল আবেদী,সাধারণ সম্পাদক কেএম ইয়াসিন রাশেদ সানি,অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, শহর শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন। সব শেষে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে সভাটির সমাপ্ত ঘোষণা করা হয়।