চাঁদপুরের কৃতি সন্তান লেখক,গীতিকার ও সুরকার অস্ট্রেলিয়া প্রবাসী আরমান ভূইয়ার পথচলা

মিজান লিটন: মানুষ কখনো কখনো তার স্বপ্নের চেয়ে বড় হয়, আবার কখনো স্বপ্ন মানুষকে তার সময়ের সীমা ছাড়িয়ে নিয়ে যায় দূর ভবিষ্যতের পথে। দেশ কালের আবর্তে যাদের বেঁধে রাখা যায় না।
তাই আজ কথা বলব এমনই প্রতিভাধর চাঁদপুরের কৃতি সন্তান অস্ট্রেলিয়ার নাগরিক বাংলাদেশী বংশোদ্ভূত প্রবাসে সু-পরিচিত লেখক, গীতিকার,সুরকার – আরমান হোসেন ভূঁইয়া (লাভলু)’র সাফল্যের পথ চলা নিয়ে।
পদ্না- মেঘনা পাড়ে- ইলিশের বাড়ি-চাঁদপুরে যার জন্ম।

আরমান ভূঁইয়া দীর্ঘ ১৭ বছর যাবত অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন।
শত কর্ম ব্যবস্হতায় লেখালেখি গান রচনা, গান সুরকরা ছাড়া ও তিনি মনে করেন জীবন তার অপরিপুর্ন!
প্রতি বছর ২১- শে বই মেলায় তার বই প্রকাশ হয়ে আসছে।
তার লেখা জনপ্রিয় কিছু গান-
তিনি লিখেছেন – “তোমাকে চাই “- অবন্তী সিঁথীর কন্ঠ যিনি প্লেব্যাক সিঙ্গার।
“ আকাশ নীলে”- সজীব ও তৃষা ( সজীব মিউজিশিয়ান ও তৃষা চ্যানেল আই সেরা কন্ঠ ।
“আয় চলে আয় “- মাহতিম সাকিব ( দুই বাংলার জন প্রিয় শিল্পি )
“বন্ধুয়া বিহনে “ – সাথী খাঁন ( বর্তমান জনপ্রিয় শিল্পি )
“ বন্ধু তুমি প্রবাসী – মৌমিতা আফরোজ ( এই গানটিতে আরমান ভূঁইয়া নিজে মডেল হয়েছেন এবং গানটির কিছু অংশ অস্ট্রেলিয়ায় চিএায়িত হয়)
হ্যাই হ্যালো- মোহাম্মদ মিলন
তোমার কেন জ্বলে – শিমুল হাসান
এবং – আরমান ভূঁইয়ার সুরে “ রাখবো তোমায় আদরে – মির্জা নিশাত গেয়েছেন।
নাটকে গান লিখেছেন সম্প্রতি লেখা – প্রেম তবু হারে না “- শিরোনামে।
এছাড়া আরো অসংখ্য গান আছে তার লেখা ও সুরে যা আগামীতে আসবে।
বাংলাদেশের যে কোন সুনামধন্য শিল্পীরা অস্ট্রেলিয়া প্লে-বেক করতে গেলে সেখানে তিনি তাদের সাথে কুশন বিনিময় করেন এবং তাদেরকে যথেষ্ট সময় দেন। এবং বাংলাদেশের শিল্পীদের কাছে তিনি বেশ পরিচিত মুখ।
অত্যান্ত মেধাবী গুনী ও বিনয়ী এই লেখক প্রবাসে চাকুরি ও পাশাপাশি ব্যবসা করেন।
তিনি একজন রাজনীতিবিদ ও সকলের পরিচিত মুখ।
তিনি একজন প্রযোজক তার চ্যানেলের নাম – এবি এন্টারটেইনমেন্ট – এটি একটি মিউজিক ও ড্রামা এবং বিনোদন মুলক চ্যানেল ।
তার লেখা গত ২১ শে বইমেলায় সাড়া জাগা কবিতার বই “ ইচ্ছে গুলো “ সর্ব শেষ প্রকাশিত হয়।
তিনি সকল গান প্রিয় শ্রোতাদের শুভেচ্ছা ও ভালোবাসায় বেচে থাকতে চান । প্রবাসে থেকেও তিনি শত ব্যস্হতায় বাংলা সংস্কৃতিকে হৃদয়ে ধারন করে দেশকে উপহার দিচ্ছেন যা খুবই কঠিন সাধ্য।
ইউটিউবে সার্চ করলে গানগুলোর নাম ও শিল্পির নাম আপনারা দেখতে ও শুনতে পাবেন॥ চাঁদপুরের ফরিগঞ্জে জন্ম গ্রহন করলেও পরিবার পরিজন নিয়ে আরমান ভূইয়া চাঁদপুর শহরের বিষ্ণুদি মাদ্রাসা রোডে দীর্ঘ দিন ধরে বসবাস করেছেন।
বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব লাভ করে সিডনি শহরে বসবাস করছেন। তিনি তার কর্ম দিয়ে অস্ট্রেলিয়ার সিডনির মত শহরে বাংলাদেশের যেই জেলায় তার জন্ম,সেই চাঁদপুরকে তার কর্ম দিয়ে পরিচিত করে তুলছেন। কারণ সেখানের লোকজন তার পরিচিতি জানতে চাইলে তার জন্মস্থান ইলিশের বাড়ী চাঁদপুরের নাম চলে আসে। তিনি চাঁদপুর বাসিসহ সমগ্র দেশবাসীর কাছে তার আগামীর পথচলার পথে পাথেহ হওয়ার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button