মিরসরাই, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে ২০ বোতল বিদেশি মদসহ রিপন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। রিপন উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। রোববার বিকেল তিনটায় উপজেলার সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে একটি সিএনজি চালিত অটোরিক্সা থেকে এসব মদ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, রোববার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত টহলের সময় একটি সিএনজি চালিত অটোরিক্সায় বিদেশি মদ পাচার হচ্ছে এমন গোপন তথ্য পেয়ে সড়কে তল্লাশী চালিয়ে পাচারকারিসহ ২০ বোতল মদ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মদগুলো চট্টগ্রাম শহর থেকে ফেনী শহরে নিয়ে যাওয়া হচ্ছিলো। মদ উদ্ধারের ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি আমরা।