গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে ৯ কেজি গাঁজা সহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার জঙ্গলপট্টি গ্রামের আদম আলী সন্যামতের ছেলে সোহেল সন্যামত এবং হরিসেনা গ্রামের মৃত কামাল মোল্লার ছেলে সৌরভ মোল্লা।
তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি অসীম কুমার সিকদার জানান, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে এসআই গোলাম আযমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি সোহেল সন্যামতের কাছ থেকে ৫ কেজি এবং সৌরভ মোল্লার কাছ থেকে ৪ কেজি গাঁজা সহ তাদের গ্রেপ্তার করেন। রোববার সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন থেকে তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ক্রয় করে বরিশালের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো বলে জানিয়েছে।