ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা।
শীতজনিত কারণে গত দুই সপ্তাহে শতাধিক রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত অধিকাংশই শিশু এবং বয়স্ক রোগী। এছাড়াও শীতজনিত কারণে হঠাৎ করেই বেড়েছে নিওমোনিয়া, ডায়রিয়া, জ্বর সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা।
রবিবার (১৪ জানুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডগুলোতে ঘুরে দেখা যায় গত ১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত এই তের দিনে শতাধিক শিশু এবং বয়স্ক রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে হয়েছে। তাদের মধ্যে ৫০ জনশিশু ও ৫০ জন বয়স্ক মানুষ।
এদিকে, রোগীর অভিভাবকদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দেয়া হয় শুধু কলেরা স্যালাইন। বাইরে থেকে কিনতে হচ্ছে অন্য সব ওষুধ। এতে বিপাকে পড়েছেন ডায়রিয়া আক্রান্ত অসহায় ও গরিব রোগীর পরিবার।