খেলার মাঠ রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের দ্বিমুখা কালি বাড়ি খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবাসী।

গতকাল সকাল ১০টার দিকে উপজেলার চৌহাট ইউনিয়নের দ্বিমুখা এলাকায় খেলার মাঠটিতে এ কর্মসূচি পালন করেন তারা।

সকালের দিকে আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা মিছিল নিয়ে মাঠে জড়ো হন।

এ সময় তারা, ’মাঠের ওপর সড়ক নির্মাণ, চলবে না, চলবে না’, ’মাদকমুক্ত সমাজ চাই, খেলার মাঠ রক্ষা চাই’, ’আমাদের মাঠ দখল, মানি না, মানব না’সহ নানা স্লোগান দেন। পরে ঐতিহ্যবাহী দ্বিমুখা খেলার মাঠের অধিগ্রহণ রোধে ও অত্র এলাকার একমাত্র খেলার মাঠ রক্ষায় মানববন্ধন লেখা সংবলিত ব্যানারে মানববন্ধন করেন। এতে স্থানীয় কয়েকশ বাসিন্দা অংশ নেন।

মাঠটির ইতিহাস তুলে ধরে দ্বিমুখা যুব সংঘের (ক্লাব) সাবেক সহসভাপতি শরিফ সাহেদ বলেন, ‘‘শতবর্ষী মাঠটি দ্বিমুখা কালীবাড়ির নামে বরাদ্দ করা। কিন্তু কিছু দিন আগে রাস্তা বানাতে এটি অধিগ্রহণ করার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের লোকজন এসে মাঠটি মাপজোখ করে যায়। আমাদের এ মাঠটিতে ধর্মীয়সহ আশপাশের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, রাজনৈতিক-অরাজনৈতিক কর্মসূচি পালন করা হয়ে থাকে।’’

আফছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মো. সিয়াম হোসেন নামে এক স্কুল শিক্ষার্থী বলেন, ‘‘এই মাঠকে কেন্দ্র করে আশপাশের তরুণ সমাজ নিয়মিত নানা ধরনের খেলাধুলা করে। আশপাশের পাঁচ-ছয় গ্রামে এমন মাঠ আর একটিও নেই। আমাদের গ্রামের সর্বস্তরের সবাই আমরা মাঠটি রক্ষার দাবি জানাচ্ছি। এই বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’’

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্য যোগেশ চন্দ্র বলেন, ‘‘আমাদের গ্রামসহ এই অঞ্চলের ঐতিহ্যবাহী পুরনো একটি মাঠ এটি। সড়ক করার জন্য পাশেও জমি রয়েছে। সেখানে করা হোক। পুরনো এই খেলার মাঠ রক্ষা করাটা এই অঞ্চলের সবার প্রাণের দাবি।’’

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘যদি অধিগ্রহণ করে থাকে, এটি একটি রাষ্ট্রিয় সিদ্ধান্ত। আইন অনুযায়ীই সেটি হবে। যদি স্থানীয় মানুষের বাধা থাকে, সেটি আইনগত ভাবে বলার সুযোগ রয়েছে। আমি পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানবো, পরবর্তীতে জানাতে পারবো কোন প্রকল্পের জন্য কিভাবে এটি অধিগ্রহণ করা হচ্ছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button