খুলনা মহানগরীর সদর থানা ইসলামী ছাত্র আন্দোলন’র সহ-সভাপতির ইন্তেকাল

জাফর ইকবাল অপুঃ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সহ-সভাপতি মোল্লা মাহবুবুল হক মেশকাত (২২) রবিবার (২৫ আগস্ট ) সকাল ৮ টায় ব্লাডজনিত সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ১৯ নং ওয়ার্ডের সভাপতি মোল্লা মিরাজুল হকের বড় ছেলে।
মরহুমের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর, সোনাডাঙ্গা থানা, সদর থানা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,খুলনা মহানগর ও সদর থানার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি আবু গালিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাও: দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও: সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানার সভাপতি মোল্লা রবিউল ইসলাম তুষার, সেক্রেটারি মোঃ কবির হোসেন, সদর থানা সভাপতি আবু তাহের, সেক্রেটারি গাজী ফেরদৌস সুমন।
ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরঃ সভাপতি মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি মুহাম্মাদ মাহদী হাসান মুন্না, সাধারণ সম্পাদক মোস্তফা আল গালিব, সাংগঠনিক সম্পাদক বনি আমিন, হাবিবুল্লাহ মেজবাহ, হাসিবুর রহমান শাকিল, শাকিল আহমাদ, ইউসুফ গাজী, আতিক হাসান, রাকিবুল ইসলাম, আনোয়ার হোসেন, শাহাদাত হুসাইন, উসমান নাদীম, সজল হাওলাদার আব্দুল্লাহ, মোস্তফা প্রিন্স।
ইসলামী ছাত্র আন্দোলন সদর থানাঃ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানার সভাপতি মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ, সাধারণ সম্পাদক সজল হাওলাদার আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক উসামা আবরার, তৌফিকুল ইসলাম রাজ, শেখ শাহরিয়ার নাফিস, ফাহিমুর রহমান, নুরুল করিম আজাদী, মিরাজুল ইসলাম, আব্দুর রহমান, ফয়সাল ইসলাম, আরাফাত হোসেন সিকদার, মোঃ মানসুরুল হক সিয়াম প্রমুখ।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সদর থানার সহ সভাপতি- এর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও সদর থানার নেতৃবৃন্দ সহ খুলনা বাসি আমরা শোকাহত এবং মর্মাহত, আমরা একজন যোগ্য সংগঠক হারালাম যা অপুরনীয়, আল্লাহ্‌ তায়ালা মরহুমকে সকল ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button