জাফর ইকবাল অপুঃ খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীসহ ৬৮ জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার ২৭ আগস্ট বিএনপি কর্মী সোহেল পারভেজ কাকন বাদী হয়ে দিঘলিয়া থানায় এ মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ আগস্ট বিকেলে কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল দলীয় নেতাকর্মী নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য দিঘলিয়া ফেরিঘাট-সংলগ্ন পাকা রাস্তায় পার্শ্ববর্তী স্থানে অবস্থান করেন। এ সময় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীসহ আসামিদের নিয়ে রাইফেল, বন্দুকসহ নানা অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতা আজিজুল বারী হেলালের গাড়ি বহরে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করেন। হামলাকরীরা গুলি করার পাশাপাশি বোমা বিস্ফোরণও ঘটায়।
এ ছাড়া রামদায়ের কোপে বিএনপি নেতা খান মোহাম্মদ, সাজ্জাদসহ বেশ কয়েকজন রক্তাক্ত জখম হন। এ ঘটনায় আব্দুস সালাম মুর্শেদীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৮ জনের নাম উল্লেখ এবং ২০/২৫জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীসহ ৬৮ জনের নামে মামলা হয়েছে।#