জাফর ইকবাল অপুঃ খুলনা মহানগরীর দৌলতপুরে দুবৃত্তদের ছোড়াগুলিতে গুরুতর আহত হয়েছেন মোঃ নসিম আহমেদ নামে এক রড ও সিমেন্ট ব্যবসায়ী। আহত ব্যবসায়ী ওই এলাকার নুর ইসলাম ওরফে ইসলাম মোল্লার ছেলে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন পাবলা কবিরের বটতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ রির্পোট লেখা পর্যন্ত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ওই ব্যবসায়ীর দেহে অস্ত্রপ্রচার চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে সন্ত্রাসীরা গুলি করে বীরদর্পে পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দ পেয়ে আশে পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করে দৌলতপুর থানা পুলিশ। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে এবং আশপাশের বাড়ির সিসি ফুটেজ সংগ্রহ করে সন্ত্রাসীদের শনাক্তকরণের চেষ্টা চলছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত শহীদুল ইসলাম ঢাকা ক্রাইম বিডি’কে বলেন, পাবলা কবিরের বটতলা এলাকায় নাসিমের রড সিমেন্টের ব্যবসা রয়েছে। রাত সাড়ে ৮টার দিকে নাসিম তার দোকানে ছিলেন। এ সময়ে দুইজন লোক তার ব্যবসা প্রতিষ্ঠানে আসে। নাসিম কিছু বুঝে ওঠার আগে ওই দুইজন লোক তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। একটি গুলি তার বুকের বামপাশে বিদ্ধ হয়। সর্বশেষ গতরাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছে। গুলিবিদ্ধের অবস্থা আশংকাজনক।