খুলনার কয়রায় পরকীয়া ঘটনায় আদালতে মামলা

 কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার কয়রা থানার আমাদী ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে পরকিয়া ঘটনায় কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ইং ১৮ ফেব্রুয়ারী  রুপ কুমার সরকার বাদী হয়ে কয়রার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর সি আর- ৭৭/২০২৪। মামলার আসামীরা হলেন বাবলু সরদার, শান্তি রানী সরকার , শিবপদ মিস্ত্রি।

মামলার আরজি ও বাদী সুত্রে জানা যায়, আসামী শান্তি রানী সরকারের সহিত গত ইং ২০০৫ সালে উভয়পক্ষের আত্মীয়-স্বজনের উপস্থিতিতে হিন্দু ধর্মীয় মতে বিবাহের পর ঘর-সংসার করাকালীন অবস্থায় বাদীর ঔরষে ২টি পুত্র সন্তান জন্ম গ্রহন করে, তাদের নাম চয়ন কুমার সরকার, বয়স পনের বৎসর, নয়ন কুমার সরকার, বয়স বার বৎসর  ঘর-সংসার করাকালীন অবস্থায় ছোট পুত্র সন্তানটি জন্ম গ্রহন করার পর হইতে আসামী  শান্তি রানী সরকার প্রায় সময় মোবাইলে বিভিন্ন অসৎ চরিত্রের লোকের সহিত কথাবার্তা বলিয়া আসিতে থাকাবস্থায় এক পর্যায় বাদী জীবন জীবিকার তাগিদে বাড়ীর বাহিরে অর্থাৎ ঢাকায় রিক্সা চালানোর কাজ করার কারনে বাড়ীতে না থাকার সুযোগে আসামী বাবলু বাদীর বাড়ীতে আসিয়া আসামী শান্তি রানীর সহিত কথাবার্তা বলা, তাকে ভাল লাগে, ভালবাসা ইত্যাদি বলা এবং এই সংসারে না থাকিয়া অন্য সংসারে গেলে ভালভাবে সুখে শান্তিতে বসবাস করিতে পারিবে বলিতে থাকাবস্থায় বাদী আসামী বাবলুকে তাহার বাড়ীতে আসিতে নিষেধ করা সত্ত্বেও তাহা না মানিয়া আসামী বাবলু বার বার বাদীর বাড়ীতে আসিয়া আসামী শান্তি রানির সহিত কথাবার্তা বলা, অবস্থান করা, খাওয়া দাওয়া করা ইত্যাদি করিতে থাকিলে ও আসামী বাবলু প্ররোচনায় ও সহযোগীটায় আসামী শান্তি রানী গত ইং ফেব্রুয়ারী তারিখে বাদীর দোকানের ২,০০,০০০/- মালামাল বিক্রয় করিলে রুপ কুমার নিজ বাদী কয়রা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপরেও আসামী বাবলু ও শান্তি রানী অভিযোগকে গুরুত্ব না দিয়ে তাঁদের কথা বলা , মেলামেশা চলমান থাকাবস্থায় গত ইং ১০ফেব্রুয়ারী  তারিখে আসামী বাবলু বাদীর বাড়ীতে আসিয়া বাদীর ট্রাংকে থাকা মুদি দোকানের মালামাল বিক্রয় এর  ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা লইয়া এবং বাদীর স্ত্রীকে অর্থাৎ শান্তি রানীকে  ফুসলাইয়া নিয়া যাওয়ার জন্য প্রলোভন দেখাইতে থাকিলে বাদী বাধা প্রদান করিলে আসামী বাবলু ও শান্তি রানী বাদীকে গলা চেপে শ্বাসরুদ্ধ করিয়া হত্যা করার চেষ্টা করে ঘটনাস্থল ত্যাগ করে। উল্লেখ্য যে আসামী শান্তি রানী বাদীর নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে টাকা গ্রহন করিয়া আত্মসাৎ করিয়াছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button