জাফর ইকবাল অপুঃ ২৯ আগষ্ট বৃহস্পতিবার ফুলতলা থানায় দায়ের হাওয়া একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন, সালাউদ্দিন জুয়েল ও তার ভাই শেখ সোহেল, শেখ রুবেল, শেখ বেলাল উদ্দিন বাবু, সাবেক খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ এস এম কামাল, বেগম মন্নুজান সুফিয়ান, আব্দুস সালাম মূর্শিদীসহ দিঘলিয়া উপজেলার ১৪ জন আওয়ামীলীগের নেতা কর্মীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের হয়। মামলার বাদী জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হক বাপ্পী এজাহারে উল্লেখ করেন ২০২২ সালের ২১ অক্টোবর খুলনায় বিএনপি’র বিএন বিভাগীয় সমাবেশে ফুলতলা সিকির হাট থেকে ১০ টি ট্রলারযোগে ২হাজার নেতা কর্মী দিঘলিয়া উপজেলার চন্দনীমহল কাঁটাবনে পৌঁছালে নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে আহত করা হয়। এ মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪’শ জনকে।
7