জাফর ইকবাল অপু: বাংলাদেশ নৌবাহিনী খুলনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৫ আগস্ট বৃহস্পতিবার টহল প্রদান কালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ১০:০০ টায় নৌবাহিনীর টহল টিম কর্তৃক চিহ্নিত সন্ত্রাসী ট্যাংকি শাওনের খালাতো ভাই, মাহিমকে মন্দির গলি বয়রা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। আটককৃত মাহিম স্বীকার করে যে, সে একজন গাঁজা ব্যবসায়ী এবং তার একটি নির্ধারিত দোকান আছে। যেখান থেকে সে গাঁজা ব্যবসা পরিচালনা করছিল। অতঃপর ১০:৩০ টায় মাহিম কে খালিশপুর থানায় হস্তান্তর করে।
25