কোটা আন্দোলন:পটুয়াখালীর সকল মসজিদে দোয়া, অন্যান্য উপসনালয়ে প্রার্থনা

পটুয়াখালী প্রতিনিধি:  কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় সরকারের পক্ষ থেকে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ দোয়া মোনাজাত করা হয়েছে।

শুক্রবার (২৭ জুলাই) জুমা বাদ জেলা মডেল মসজিদে দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা তানভীরুল ইসলাম।

মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়।

এছাড়াও সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন, হিংসা, সহিংসতা ও অহংকার দাম্ভিকতা পরিহার করে একে ওপরের পরিপূরক হিসেবে সৌহার্দ্যপূর্ণ সমাজ বির্নিমানে ইসলামের মৌলিক শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে সকলকে আহবান জানান খতিব মাওলানা তানভীরুল ইসলাম।

এসময় জেলা প্রশাসক নূর কুতুবুল আলমসহ জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, স্থানীয় ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক বলেন,  বিগত আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় জেলার সকল মসজিদে বিশেষ দোয়া, অন্যান্য উপসনালয় গুলোতো বিশেষ প্রার্থনা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্থ ব্যক্তির পরিবার ও আহতদের সুচিকিৎসার জন্য জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button