কিশোরগঞ্জে সাবেক এমপি তৌফিক ও সোহরাবসহ ৯০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে গত ৪ঠা আগস্ট ছাত্র-জনতার মিছিলে হামলা, দেশীয় অস্ত্র, শটগান ও পিস্তলের গুলিতে শিক্ষার্থী ও ছাত্র-জনতাকে আহত করা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা- মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী- পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মো. সোহরাব উদ্দিনকে আসামি করে আরও একটি মামলা হয়েছে। গত সোমবার কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। গুলিতে আহত হওয়া মো. সুজন মিয়া (৩৬) নামে এক ছাত্র বাদী হয়ে দায়ের করা এ মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৯০ নেতাকর্মীর নামোল্লেখ এবং অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে। বাদী মো. সুজন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ উত্তরপাড়ার আব্দুল মালেকের ছেলে। তিনি একজন ছাত্র ও শিক্ষানবিশ আইনজীবী। মামলায় সাবেক দুই এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক ও এডভোকেট সোহরাব উদ্দিনকে যথাক্রমে ২ ও ৩নং আসামি করা হয়েছে। এটি এই দুই সাবেক এমপিকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা দ্বিতীয় মামলা। এ ছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলো- সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন, বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, ইটনা উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সাবেক এমপি সোহরাব উদ্দিনের ছেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা তৌফিকুল হাসান সাগর, যুবলীগ নেতা মীর সোহেল ও এলিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাছির উদ্দিন রিপন ও শফিকুল গণি ঢালী লিমন, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল জুবায়েদ খান নিয়াজ, সদরের রশিদাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, লতিবাবাদ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মারিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন, করিমগঞ্জের জাফরাবাদ ইউপি চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ সায়েম, মিঠামইনের কাটখাল ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের ভাতিজা তারেক কামাল, সদরের লতিবাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরীফ আহমেদ খান, বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান প্রমুখ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button