কিশোরগঞ্জে প্রজন্মলীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর জমি দখলচেষ্টার অভিযোগ

 

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ সংবাদদাতা: কিশোরগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সাংগঠনিক সম্পাদক এটিএম আতিকুল হক টিটু ও তার সহযোগীদের বিরুদ্ধে এক প্রবাসীর বসতবাড়ি দখলে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

গতকাল রোববার দুপুরে জেলা শহরের গৌরাঙ্গ বাজারে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ফ্রান্সপ্রবাসী নুরুল আলম সিদ্দিক।

তবে ওই প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন প্রজন্ম লীগের নেতা আতিকুল হক টিটু।

নুরুল আলম সিদ্দিক কিশোরগঞ্জ সদরের মহিনন্দ উত্তরপাড়ার বাসিন্দা।
তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে ১৬ বছর ধরে ফ্রান্সে বসবাস করছিলেন।
বসতবাড়ি দখলের খবর শুনে গত ১৪ আগস্ট তিনি দেশে আসেন।
সংবাদ সম্মেলনে নুরুল আলম সিদ্দিক বলেন, ‘জেলা সদরের মহিনন্দ উত্তরপাড়া মৌজায় গাছপালাসহ সাড়ে দশ শতকের আমার ওই বসতবাড়ির মূল্য প্রায় কোটি টাকা।
আমার প্রবাসে থাকার সুযোগে গত ২৮ জুলাই আতিকুল হক টিটু ও তার সহযোগিরা আমার বসতবাড়ি জোরপূর্বক দখল করে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করে।
এ সময় আমার বড় ভাই বাধা দিতে এলে তাকে অশ্লীল গালিগালাজ ও মেরে ফেলার হুমকি দেয়।
খবর পেয়ে আমি দেশে আসায় আমাকেও প্রাণনাশের হুমকি দিচ্ছেন টিটু।

এ অবস্থায় নিরাপত্তা চেয়ে ও জমির দখল রক্ষায় ভুক্তভোগী নুরুল আলম সিদ্দিক ৩০ আগস্ট কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে তিনি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদ সম্মেলনে নুরুল আলম সিদ্দিক কেঁদে কেঁদে বলেন, ‘আমি একজন শারীরিক প্রতিবন্ধী। পৈতৃক সূত্রে পাওয়া ওই সম্পত্তিতে আমি চল্লিশ বছর ধরে ঘরবাড়ি নির্মাণ করেছি। সেখানে বিভিন্ন ফলজ গাছপালা ও অন্যান্য ফসলাদি রোপন করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি।

এ বিষয়ে অভিযুক্ত এটিএম আতিকুল হক টিটুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি জমি দখলের চেষ্টা করিনি।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button