ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি’ তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’ এই স্লোগানে
কিশোরগঞ্জে পৌর এলাকায় ডেঙ্গু নির্মুলের লক্ষ্যে দুই মাসব্যাপি মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের আখড়াবাজার সেতু সংলগ্ন শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আনুষ্ঠানিকভাবে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়।
মশা নিধন অভিযান উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান।
কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্হানীয় সরকার উপ-পরিচালক ((উপসচিব) মুকতাদিরুল আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এডিশনাল এসপি মোস্তাক সরকার,সিভিল সার্জন ডা: সাইফুল ইসলাম,পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, মহিলা কাউন্সিলর হাসিনা হায়দার চ্যামেলী বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাসান জাকির বাপ্পী, নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, ফারুক আহমেদ প্রমুখসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানোর মধ্য দিয়ে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন।
পরে বিভিন্ন দোখানে গিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও সারা বছর পৌর এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানোর কাজ অব্যাহত থাকবে । পর্যায়ক্রমে পৌরসভার সব এলাকায় মশার ওষুধ ছিটানোর পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।