কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় সেতু থেকে পড়ে দুজন নিহত

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ধাক্বায় সেতু থেকে পড়ে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন নারী (৩২) ও অপরজন পুরুষ (৩৫)।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের ভৈরবপুর এলাকার ২৭ নম্বর সেতুতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে সোনারবাংলা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরবপুর এলাকার ২৭ নম্বর রেলওয়ে সেতুটি অতিক্রম করার সময় দুজনকে ধাক্কা দিলে তারা সেতুর নিচে পড়ে গুরুতর আহত হয়। ঘটনার সময় তারা দুজন সেতুর রেললাইন দিয়ে হাঁটছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পুরুষটিকে মৃত ঘোষণা করে। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর ওই নারীও মারা যান।

হাসপাতালের চিকিৎসক বুলবুল আহাম্মদ জানান, হাসপাতালে আনার পর আমরা পুরুষকে মৃত পাই। হাসপাতালে ভর্তির কিছু পর ওই নারীও মারা যান।
ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. আকবর হোসেন বলেন, মরদেহ দুটি রেলওয়ে থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় এখনও পায়নি। পরিচয় না পেলে ময়না তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button