ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি ও ধর্ম বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম খান মাসুম ও তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকি গ্রেফতার হয়েছেন।
বুধবার (২ অক্টোবর) ভোররাতে জেলা শহরের বাসা থেকে এম এ আফজল ও অন্যন্য আসামীদেরকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে র্যাব।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল মিয়া জানান, কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৩টার দিকে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মোতাহারকে উপজেলা ধলা ইউনিয়নের কলমা গ্রাম থেকে ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকিকে তাড়াইল-সাচাইল ইউনিয়নের কালনা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার উপর ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে জানা গেছে।