কিশোরগঞ্জে গাছে গাছে আমের মুকুলঃ  বইছে সুবাস

কিশোরগঞ্জ নীলফামারী  প্রতিনিধি:  নীলফামারীর কিশোরগঞ্জ আমের গাছে গাছে থোকায় থোকায় মুকুলে ভরে গেছে। উপজেলার যে দিকে চোঁখ যায় সেদিকেই আম গাছ গুলো মুকুলে ভরপুর। ছোটবড় সকলেরই দৃষ্টি এখন সোনালী আমের মুকুলের দিকে। মৌ-মৌ কাঁচা আমের গন্ধে সুবাসিত চারপাশ। মৌমাছি সহ নানা পতঙ্গ মানুষকেও বিমোহিত করছে সেই সুবাস। সকলেই আশা করছে গত বছরের তুলনায় এবারে দ্বিগুন মুকুল হওয়ায় বাম্পার ফলনের আশায় বুক বাঁধতে শুরু করেছে আম বাগানের মালিকেরা। তারা প্রয়োজনীয় পরিচর্যার পাশাপাশি নানান রকমের প্রস্তুতি হাতে নিয়েছে।
উপজেলা কৃষি বিভাগ আম বাগান মালিকদের পরামর্শ সহ সার্বিক সহযোগীতা প্রদানে করছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লার এলাকা ঘুরে দেখা গেছে, আমের মুকুল ধরে রাখার পরিচর্যায় ব্যস্ত রয়েছেন আম চাষিরা। গাছে গাছে সার ও কীটনাশক প্রয়োগ ছাড়াও মুকুল ধরে রাখতে সময় মত পানি ও পরিচর্চায় ব্যস্ত সময় পার করছেন তারা। গতবারের তুলনায় এবারে অনেক বেশি আমের মুকুল ধরেছে প্রতিটি গাছে গাছে। বর্তমান আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে থাকার কারনে বাম্পার ফলনের আশা করছেন সকলেই। তবে প্রাকৃতিক দূর্যোগ বা ঝড়ের কবলে না পড়লে আশা পূরণ হবে সবার।
 উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের মোশারফ হোসেন, বকুল, মিঠু, বাহাদুর জানায়,  বাগানে প্রায় বিভিন্ন জাতের আম গাছ রয়েছে। এসবের মধ্যে উল্লেখযোগ্য কিছু উন্নত জাতের সুস্বাদু আম রয়েছে তাদের বাগানে। তার মধ্যে ল্যাংড়া, মিস্রি ভোগ, গোপাল ভোগ, সূর্যপুরি, ফজলি আমসহ আরো একাধিক আম গাছ রয়েছে। তারা আরও বলেন, এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে আছে।যদি কোন রকম প্রাকৃতিক দূর্যোগের কবলে না পড়ে তাহলে আশাবাদী এবারে আমের বাম্পার ফলন পাবো।
উপজেলা কৃষি অফিসার লোকমান আলম জানান, শোষক পোকা নিধনের সব ধরণের পরামর্শ প্রদান করা হচ্ছে। যাতে করে আমের মুকুল ধরে রাখা যায় সে বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাঠে পরামর্শ দিয়ে যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের তুলনায় চলতি মৌসূমে ভালো ফলনের আশা করছি।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button