কালিহাতীতে মিডিয়া ও আইটি সেন্টারের শুভ উদ্বোধন

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। স্থানীয় বেকার যুবকদের জন্য তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে উদ্বোধন করা হয়েছে একটি অত্যাধুনিক মিডিয়া ও আইটি সেন্টার।

গত ২২ আগস্ট বৃহস্পতিবার, সকাল ১১টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন।

সেন্টারটির মূল লক্ষ্য হলো স্থানীয় বেকার যুবকদের বেকারত্ব দূর করে তাদের দক্ষ করে তোলা। এখানে কম্পিউটার প্রশিক্ষণ, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন প্রযুক্তিকর্মের উপর প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থী এবং উদ্যোক্তাদের সহায়তার জন্য নামমাত্র মূল্যে কম্পিউটার সরবরাহ করা হবে। নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত এই সেন্টারটি স্থানীয় তরুণদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক, কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত এবং কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম, কালিহাতী প্রেসক্লাবে সহ সভাপতি কামরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সাব্বির আহম্মেদ আব্বাসি,
সাবেক সহ সভাপতি কামরুল হাসান, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মোল্লা মিল্টন, ক্রীড়া সম্পাদক নুরুন্নবি রবিন, সৈয়দ মহসিন হাব্বিব, শুভ্র মজুমদার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

প্রধান অতিথি  উপজেলা নির্বাহী অফিসার শাহাদত হোসেন বলেন, এই সেন্টারের প্রতিষ্ঠা যুবকদের তথ্যপ্রযুক্তির সাথে সংযুক্ত করে উন্নতির নতুন পথ দেখাবে, যা কালিহাতী উপজেলাকে এগিয়ে নিয়ে যাবে একটি উন্নত, দক্ষ ও প্রযুক্তিবান্ধব সমাজের দিকে।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button