কালিহাতীতে তৌহিদ লাইব্রেরী ও ষ্টেশনারীতে আগুন!মালিকের মাথায় হাত

শুভ্র মজুমদার কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ডে অবস্থিত তৌহিদ লাইব্রেরী ও ষ্টেশনারীতে আগুন লেগে মালামাল  ভস্মীভূত হয়েছে।  ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৬টায় অজ্ঞাতনামা ব্যক্তিরা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলে প্রচুর পরিমাণ বই, খাতা, কলম এবং অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়।

স্থানীয় লোকজনের ডাকচিৎকার শুনে লাইব্রেরীর মালিক জয়নাল আবেদীন তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান। কালিহাতী ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করতে না পেরে ঘাটাইল ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হয়। পরে তারা আবার কালিহাতী ফায়ার সার্ভিসকে অবহিত করলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

লাইব্রেরীর মালিক কান্নায় ভেঙে পড়ে বলেন, “এখন আমাদের কি হবে?” তিনি আরও জানান, প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে। ফায়ার সার্ভিসের অফিসারদের মতে, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পথচারীরা এই বিপর্যয়ের জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন, যাতে মালিক পুনরায় তার ব্যবসা চালিয়ে যেতে পারেন।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button