
শুভ্র মজুমদার,কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন আবুল হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল চালক।
শুক্রবার বিকেলে কালিহাতীর হাতিয়া এলাকায় রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় অঘটন। দ্রুত বেগে ছুটে আসা ট্রেনের সাথে ভয়াবহ সংঘর্ষ হয়।
নিহত আবুল হোসেন কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা পশ্চিম পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনটি যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেলস্টেশন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। হাতিয়া রেলক্রসিংয়ে পৌঁছে ধাক্কা লাগে মোটরসাইকেলের সাথে। সংঘর্ষের পর মোটরসাইকেল ও আরোহীকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। ঘটনাস্থলেই নিথর হয়ে পড়েন আবুল হোসেন।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে মোটরসাইকেল ও চালককে পাওয়া যায়নি। পরে নিহতের পরিচয় নিশ্চিত করে তার বাড়িতে যোগাযোগ করা হচ্ছে।
আবুল হোসেনের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।