কাটাখালির টাউন নওয়াপাড়ায় পিক-আপের চাকায় পিষ্ট হলো ইজিবাইকের চার যাত্রী

 

জাফর ইকবাল অপু: বাগেরহাটের কাটাখালির টাউন নওয়াপাড়া এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকার আবদুল্লাহ স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে কাটাখালি হাইওয়ে ফাঁড়ি পুলিশ এবং বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) রাসেলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেন, সোমবার সকালে কাটাখালি থেকে নওয়াপাড়াগামী একটি ইজিবাইককে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত পিকআপভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এ সময় আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে প্রথমে ফকিরহাট পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদের মধ্যে হাসপাতালে একজন মারা গেছেন। তবে নিহতদের নাম-পরিচয় তৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্ত শেষে, স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।
নিহত স্বজনদের আহাজারিতে,কাটাখালি হাইওয়ে থানা চত্বরে চলছিল এক হৃদয়বিদারক দৃশ্য।

সম্পৃক্ত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button